কাতারকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ই উঠেছে নেদারল্যান্ডস।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আল বাইত স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে লুই ফন খালের দল।
‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচ ড্র করলেই নকআউট পর্বে উঠত নেদারল্যান্ডস।
ম্যাচজুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল নেদারল্যান্ডস। স্বপ্নের মতো কাটানো বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন কোডি হাকপো। জাতীয় দলের হয়ে তিন বছরের গোল খরা কাটালেন ফ্রেংকি ডি ইয়ং। কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠল ডাচরা। অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নিশ্চিত হলো তাদের গ্রুপ সেরা হওয়াও।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ