ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কাতারের মুখোমুখি নেদারল্যান্ডস, কি বলছে পরিসংখ্যান?

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ২০:২৭

আজই (মঙ্গলবার) জানা যাবে কাতার বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে কোন দুটো দল শেষ ষোলতে যাত্রা করবে। স্বাগতিকরা ছিটকে গেছে আগেই, লড়াইয়ে টিকে রয়েছে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। ডাচরা নকআউট পর্বে প্রায় পৌঁছেই গেছে, যদি না আজ আরেকটি অঘটন ঘটে। হারলেই যে বিদায়, তাও নয়। রয়েছে নানা জটিল সমীকরণ। এসব পরিসংখ্যান মাথায় আছে লুইস ভন গলের শিষ্যদেরও, তাই শেষ ম্যাচে স্বাগতিকদের পরাস্ত করে নিশ্চিন্ত থাকতে চাইবে তারা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল বাইত স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে দুই দলের সম্ভাব্য একাদশ ও ফর্মেশন দেখে নেয়া যাক-

নেদারল্যান্ডস: (৩-৪-১-২): নোপার্ট (গোলরক্ষক), টিম্বার, ভ্যান ডাইক, আকে, ব্লিন্ড, ডি ইয়ং, কুপমেইনারস, ডামফ্রিস, গাকপো, বার্গউইন, ডিপাই।

কাতার: (৩-৫-২) বারশাম (গোলরক্ষক), খৌকি, আবদেলকরিম, মিগুয়েল, হোমাম, মাদিবো, হাইদোস, হাতেম, মোহাম্মাদ, আলি, মুনতারি

দুই দলের আজকের ম্যাচে নজর থাকবে যাদের ওপর-

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই গোল করা কডি গাকপোর দিকে আবারও চেয়ে থাকবে ডাচ ভক্তরা। ডিপাই, স্টিভেন বার্গউইনদেরও নিজেদের নামের প্রতি করতে হবে সুবিচার। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা কাতারের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে শেষ ষোলোতে জ্বলে উঠার বারুদ পাবে নেদারল্যান্ডস।

গোটা আসরে এখন পর্যন্ত জ্বলে উঠতে না পারা কাতারি আক্রমণের সামনে আজ শেষ সুযোগ নিজেদের প্রমাণের। দলটির তারকা আলমোয়েজ আলি এখন পর্যন্ত পাননি জালের দেখা। তার জন্যও যে শেষ সুযোগ আজ তা বলাই বাহুল্য।

নেদারল্যান্ডস বনাম কাতারের অন্যান্য পরিসংখ্যান-

১) বিশ্বকাপ তো বটেই, এর আগে কখনোই মুখোমুখি হয়নি নেদারল্যান্ডস ও কাতার।

২) এশিয়ান দলের বিপক্ষে বিশকাপে চারটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস, যেখানে গোল করেছে দলটি এবং একবার হেরেছে।

৩) ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে কাতার। কোনো স্বাগতিক দেশ কখনোই টুর্নামেন্টের একটি আসরে তিনটি ম্যাচ হারেনি।

৪) জিতলে বা ড্র করলেই নকআউট পর্বে উঠবে নেদারল্যান্ডস। তবে হারলে দেখতে হবে অপর ম্যাচের ফলাফল। সেনেগালকে ইকুয়েডর হারালে নকআউট পর্বে যাবে ডাচরাই। তবে সেনেগাল জিতলে দেখা হবে গোল পার্থক্য।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ