অধরা ট্রফির খোঁজে কাতারে ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর বেশ চাপে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে, দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পরে আর্জেন্টিনাকে অনেকটাই ফুরফুরে লেগেছে। মেসিও তার ব্যতিক্রম নন, মেক্সিকো ম্যাচের পরই তাকে দেখা গেছে অন্য ভূমিকায়।
অনেকেই জানেন, আর্জেন্টাইন অধিনায়কের প্রথম প্রেম ফুটবল। দ্বিতীয় প্রেম স্ত্রী আন্তোনেল্লা। তবে, জানেন কি- তৃতীয় একটি ভাল লাগাও রয়েছে মেসির! সেটা হল রান্না। সময় পেলেই স্ত্রী, সন্তান বা পরিবারের সদস্যদের জন্য রান্না করেন তিনি। বন্ধুদের সঙ্গে পার্টিতেও কয়েকবার রান্না করতে দেখা দিয়েছে তাঁকে। এ বার রান্না করলেন সতীর্থদের জন্য।
মেক্সিকো ম্যাচের পরের দিন সকালে দলকে বিশ্রাম দেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। অনুশীলন না থাকায় দলের সকলে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজের মতো সময় কাটাচ্ছিলেন। মেসি সেই সুযোগ কাজে লাগালেন অন্য ভাবে। সতীর্থদের জন্য তৈরি করলেন গরুর মাংসের বার্বিকিউ। আর্জেন্টিনার অধিনায়কের অন্যতম প্রিয় মাংসের এই পদ। তৈরিও করতে পারেন। আগেও তাকে কয়েকবার গরুর মাংসের বার্বিকিউ তৈরি করতে দেখা গিয়েছে। মেক্সিকোকে হারানোর উৎসবে বাড়তি রঙ দিতে বিশ্বকাপের মাঝেই রাঁধুনির ভূমিকায় দেখা গেল তাকে। ২৬ নভেম্বর মেক্সিকোকে হারানোর পর সাজঘরে ফিরে একপ্রস্ত উৎসব করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ইতোমধ্যেই সাজঘরে তাদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তেমনই ছড়িয়ে পড়েছে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মেসির বার্বিকিউ তৈরির ছবি।
এখনও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত হয়নি, তবে বেশ মেসিরা আত্মবিশ্বাসী। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। লেয়নডস্কিদের বিরুদ্ধে জিততে পারলে সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাবে আর্জেন্টিনা। পয়েন্ট নষ্ট করলে নির্ভর করতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলাফলের উপর। সেই অর্থে পুরোপুরি চাপমুক্ত নন আর্জেন্টিনার ফুটবলররা।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ