ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

মেসির হাতে লাল-সবুজের পতাকা

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৩৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ০৯:৩৬

টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাই মাসের পর আর কখনো জাতীয় দলের জার্সিতে হার দেখেননি লিওনেল মেসিরা। এত লম্বা সময়ে হারের স্বাদ কেমন হয়, তা যেন ভুলেই গিয়েছিলেন তারা। তবে কাতার বিশ্বকাপের মঞ্চে এসে শুরুতেই সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মনে আবারো বিশ্ব জয়ের স্বপ্নে প্রদীপ জ্বালিয়েছেন মেসি।

এদিকে লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই- এই ছবি দিয়ে আবারো সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।

বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে দেশটির ফুটবল এসোসিয়েশন।

মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।

এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ''লিওনেল মেসি বাংলাদেশ।

এটাই। সেই টুইট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন।''

সম্প্রতি দাবি করা হয়েছে যে, প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনার চেয়েও তাদের বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ