বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। জিতলেই কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউয়েই।
এরপর দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায় কাসেমিরোর গোলে লিড পায় ব্রাজিল। এরপর আর কোন গোল না হওয়ায় ১ গোলে বিজয়ী হয় সেলেসাওরা।
সোমবার (২৮ নভেম্বর) স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয়েছে ম্যাচটি। তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না সেরা তারকা নেইমার। তাই এই ম্যাচে ফর্মেশনে পরিবর্তন এনে মিডফিল্ডে নেমেছেন ফ্রেদ।
পুরো ম্যাচে ৫৪ শতাংশ নিয়ন্ত্রণে ছিল ব্রাজিলের। ব্রাজিল শট নিয়েছে ১৩ টা আর সুইজারল্যান্ড ৬। শর্ট অন টার্গেড ছিল ব্রাজিলের ৫ টা আর সুইজারল্যান্ডের শূন্য।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ