ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

জিতবে ব্রাজিল, বলল রোবট

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ২৩:১৯

জিতলেই কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ শুরু হয় ম্যাচটি।

বিশ্বকাপে লাতিন আমেরিকার জায়ান্টরা কখনোই হারাতে পারেনি সুইসদের। তবে এবার ইউরোপের দেশটিকে তারা হারাতে পারবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি রোবট সফটওয়্যার ‘কাশেফ’।

কাতার বিশ্বকাপে জ্যোতিষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই রোবট। খেলার ফলাফলের সঙ্গে আজকের আগ পর্যন্ত তার প্রায় ৭১ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এবার সে জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৫৬ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে। আর এ ম্যাচে সুইসদের জয়ের সম্ভাবনা ১৬ শতাংশ। আর ড্রয়ের সম্ভাবনা আছে ২৮ শতাংশ।

ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দল লাতিন আমেরিকার দেশটি। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার মিশন শুরু করা সেলেসাওর সামনে এবার সুইজারল্যান্ড। আর ইউরোপের দেশটি প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ক্যামেরুনের বিপক্ষে।

রাশিয়া বিশ্বকাপে দুটি দলের সাক্ষাতে ম্যাচ ১-১ ড্র হয়। তার আগে ১৯৫০ সালের বিশ্বকাপ খেলেছিল দুই দল। সেইবারও ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। তার মানে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বা সুইজারল্যান্ড কোনো দলই একে অপরের বিপক্ষে জয় পায়নি। এখন দেখার বিষয় কাশেফের করা ভবিষ্যদ্বাণী মিলে যায় কি-না।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ