ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

জয়ের খোঁজে ঘানা-দক্ষিণ কোরিয়ার প্রথম দেখা

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৬

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া ও ঘানা।

গ্রুপ-এইচ’র নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে এর আগে কখনও একে অন্যের বিপক্ষে খেলেনি দল দুটি।

টুর্নামেন্টের চলতি আসরে প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পরও পর্তুগালের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠেনি ঘানা, ৩-২ গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে ব্ল্যাক স্টার্সদের। অন্যদিকে গ্রুপের আরেক জায়ান্ট উরুগুয়ের সঙ্গে গোলশুন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করেছে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়া।

দুই দলের লড়াইয়ের আগে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

* দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮২ সালে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সবশেষ লড়াই হয়েছিল যুক্তরাষ্ট্রে, ২০১৪ সালে। ওই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

* ২০০২ বিশ্বকাপে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়ার খেলেছিল সেমি-ফাইনালে। বিশ্ব সেরার মঞ্চে এখন পর্যন্ত এশিয়ার কোনো দলের এটিই সেরা সাফল্য। বিশ্বকাপে আফ্রিকার তিনটি দলের কীর্তি রয়েছে কোয়ার্টার-ফাইনাল খেলার। ২০১০ আসরে ঘানাও তা করে দেখায়।

* এশিয়া থেকে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া (এবারসহ ১১)। বৈশ্বিক আসরে তারা প্রথম খেলেছিল ১৯৫৪ সালে। ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে দক্ষিণ কোরিয়া।

* বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার আফ্রিকান দলের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে টোগোকে হারানোর পর ২০১০ আসরে ড্র করে নাইজেরিয়ার সঙ্গে, আর ২০১৪ বিশ্বকাপে হেরে যায় আলজেরিয়ার কাছে। বিশ্ব সেরার মঞ্চে একবারই এশিয়ান অঞ্চলের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ঘানার৷ ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

* ঘানা প্রথমবার বিশ্বকাপে খেলে ২০০৬ আসরে। এবারসহ চতুর্থবার খেলছে তারা। বিশ্বকাপে প্রথম খেলার আগে দলটি চারটি আফ্রিকান নেশন্স কাপ জিতেছিল।

* দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে সাত বার, সবগুলোই প্রীতি ম্যাচ। চারটি ম্যাচ জিতেছে ঘানা, তিনটি দক্ষিণ কোরিয়া।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ