ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ক্যামেরুন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড নেন ক্যামেরুনের এক খেলোয়াড়। তার মাথা ছুঁয়ে বল চলে যায় গোললাইনের সামনে। সেখান থেকে আলতো টোকায় বল জালে জড়ান জন চার্লেস কাস্তেলেত্তো।
সার্বিয়ার আরও একটি গোল মিস:
ম্যাচের ১১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস হয় তাদের। এ সময় ডানদিক থেকে ফিলিপ কস্টিকের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেনি তারা।
গোল মিস:
ম্যাচের ৬ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল সার্বিয়া। এ সময় নেমানজা মাকসিমোভিচের বাড়িয়ে দেওয়া বলে ডি বক্সের মধ্যে হেড নিয়েছিলেন আলেকসান্দার মিত্রোভিচ। কিন্তু বল উপর দিয়ে চলে যায়।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্যামেরুন ও সার্বিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।
দুই দলের একাদশ ও ফর্মেশন-
সার্বিয়া: (৩-৪-১-২): স্যাভিচ (গোলরক্ষক), মিলেনকোভিচ, পাভলোভিচ, ভেলিকোভিচ, মিলিনকোভিচ-স্যাভিচ, গুদলেই, জিভকোভিচ, ম্লাদেনোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ, মিত্রোভিচ
ক্যামেরুন: (৪-৩-৩) ওনানা (গোলরক্ষক), ফাই, ক্যাসটেলোট্টো, এনকোলো, টোলো, হংলা, অ্যাঙ্গুইসা, ওন্ডুয়া, এমবেউমো, চুপো-মোটিং, একামবি
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ