তারকাদের নিয়ে ট্রল করাটা বোধহয় এখন পৃথিবীর সব দেশেই চল। নইলে চোট পাওয়া নেইমারের পাশে না দাঁড়িয়ে যেভাবে তাকে সমালোচনায় বিদ্ধ করছেন ব্রাজিলিয়ানরা, তা মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রাক্তন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নেমারকে উদ্বুদ্ধ না করে আক্রমণ করা হচ্ছে দেখে বেশ অবাকও হয়ে গিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার। এদিন তাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে নেইমারের সমর্থনে বিশাল একটি চিঠিও লিখেছেন তিনি। যেখানে তিনি নেইমারের উদ্দেশে লিখেছেন, ‘এরকম ভাববে না, তোমার সঙ্গে ব্রাজিলিয়ানরা নেই। আমার মতো ব্রাজিলের বহু মানুষ তোমাকে ভালবাসে। সম্মান করে। তাদের কথা ভেবে এই কঠিন সময়ে নিজের মনকে শক্ত করো।’
নেইমারের চোট নিয়ে এখন দোহায় সারাদিন ধরে নানা খবর ভেসে বেরোচ্ছে। কেউ বলছেন চোটের যা অবস্থা, তাতে সুইজারল্যান্ড ম্যাচটা হয়তো খেলতে পারবেন না। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নিশ্চিতভাবেই তিনি খেলতে নামবেন। কিন্তু এদিন প্র্যাকটিসেও যখন দেখা গেল না, তখন নেইমারের চোটের অবস্থা নিয়ে সন্দেহটা আরও বেড়ে গেল।
জানা গেছে, হোটেলে সারাদিন নিজের রুম থেকে আর বের হননি। সারাদিন ব্যস্ত ছিলেন ফিজিওথেরাপি করতে। সত্যিই কি নেইমারকে পাওয়া যেতে পারে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে? কোচ তিতে বললেন, ‘বিশ্বাস করুন, ওর চোটের আপডেট নিয়ে শেষ কথা বলার জায়গায় আমি নেই। ওর চোট কতটা অথবা কী অবস্থায় রয়েছে, তা একমাত্র আমাদের দলের ডাক্তারই বলতে পারবেন।’
এদিন প্র্যাকটিসে গিয়ে দলের মিডিয়া ম্যানেজার গ্রেগকে নেইমারের চোটের অবস্থা জিজ্ঞাসা করা হলে তিনিও হেসে বলেন, ‘আমি শুধু সরকারি ভাবে বলতে পারি, সোমবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য নেইমার খেলতে পারছে না।’
তবে, নেইমারের চোট নিয়ে ব্রাজিল শিবির থেকে সরকারি ভাবে কিছু না বলা হলেও অন্য একটি গুঞ্জন শোনা যাচ্ছে- সুইজারল্যান্ড ম্যাচে জিতে গেলে, তার চোট নিয়ে আর কোনও ঝুঁকিই নেওয়া হবে না। সেক্ষেত্রে নকআউটে পুরো ফিট নেইমারকে খেলানোর জন্য ক্যামেরুনের বিরুদ্ধেও বিশ্রামেই রাখা হবে। আর যদি দেখা যায়, সুইজারল্যান্ড ম্যাচের পরেও ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়নি, তখন ক্যামেরুন ম্যাচের আগে অবশ্যই একটা চেষ্টা করা হবে নেইমারকে সুস্থ করে তুলে দলে রাখার জন্য।
তবে ব্রাজিল শিবির সূত্রে জানা গেছে, নেইমারের চোট-পরিস্থিতি এতটাই খারাপ নয় যে, বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন তিনি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ