ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

মেসির সোনালি বুটের রহস্য 

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ০৯:২২

আগামী ফুটবল বিশ্বকাপে হয়তো আর দেখা যাবে না লিওনেল মেসিকে। আর্জেন্টিনার অধিনায়ক নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। এদিকে চলিত টুর্নামেন্টে সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মনে আবারো বিশ্ব জয়ের স্বপ্নে প্রদীপ জ্বালিয়েছেন মেসি। কাতারে মেসির পায়ে দেখা যাচ্ছে সোনালি রঙের বুট। যা নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।

এই বুট শুধু দেখতেই আলাদা নয়, বুটটির রয়েছে কিছু বিশেষত্বও। এর নাম দেয়া হয়েছে ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুট’। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ বুটটিতে বিশেষ কিছু সংখ্যার ব্যবহার করেছে। বুটের ঠিক পেছনে মেসির জার্সি নম্বর ১০। আর ডান পাশে লেখা রয়েছে ‘০২ ১১ ১২’ এবং ‘১১ ০৯ ১৫’। সংখ্যা দুটি মেসির দুই ছেলে থিয়াগো ও মাতেওর জন্মদিন।

থিয়াগো মেসির বড় ছেলে এবং মাতেও মেজো ছেলে। ২০১২ সালের ২ নভেম্বর জন্ম নেয় থিয়াগো এবং ’১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম হয় মাতেওর। আর মেসির বাঁ পায়ে লেখা ছোট ছেলে সিরোর জন্মতারিখ ১০ মার্চ ২০১৮। নিচে লেখা ‘আন্তো’, যিনি মেসির স্ত্রী আন্তোনেল্লা। সব মিলিয়ে পুরো বুটে মেসি তার পরিবারের সবার স্মৃতি আঁকড়ে রেখেছেন।

এখানেই শেষ নয়। বুটের নকশাকারী পায়ের গোড়ালির পাশে আর্জেন্টিনার আকাশি ও সাদা রঙের পতাকার আবহ এঁকে দিয়েছেন। সাথে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগের পাশাপাশি আছে মেসির নিজস্ব ব্র‌্যান্ড এলএম টেনের লোগেও। বুটটির আরেক বিশেষত্ব হচ্ছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার। এটি পরে দৌড়ানোর সময় কোনো সমস্যা হবে না তার। মাটি কিংবা ঘাসে পা আটকে যাবে না আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ