ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পিছিয়ে পড়েও এগিয়ে থেকে বিরতিতে ক্রোয়েশিয়া

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২২, ২৩:০৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ০০:৪৭

কানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় কানাডা। আর এটাই কানাডার বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল। আর এই ঐতিহাসিক গোলে এগিয়ে থেকে খেলতে থাকে কানাডা।

রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামছে এই দু'দল।

ম্যাচের মাত্র ২ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে মাথা হেড করে বল ক্রোয়েশিয়ার জালে জড়ান আলফানসো ডেভিস। শুরুতেই লিড নিয়ে আক্রমণাত্নক খেলতে থাকে কানাডা। অন্যদিকে শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ক্রোয়েশিয়া। ম্যাচের ১০ মিনিটে বাম দিক থেকে আক্রমণে যায় ক্রোয়েশিয়া। বাম দিক থেকে বাড়ানো বল কর্নারের বিনিময়ে রক্ষা করেন কানাডার ডিফেন্ডাররা।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে বাম দিক থেকে ইভান পেরিসিকের পাস থেকে বল কানাডার জালে জড়ান আন্দ্রেজ ক্রামরিক। তার গোলে ম্যাচে সমতায় আসে ক্রোয়েশিয়া। এরপর একাধিক আক্রমণ চালায় দু'দল। ম্যাচের ৪৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মার্কো লিভাজার অসাধারণ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ