ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

উড়ন্ত স্পেনের বিপক্ষে বাঁচা-মরার লড়াই জার্মানির

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২২, ২১:৫১

কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কায় জার্মানি। তবে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে স্পেন। শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে দু’দল।

বাংলাদেশ সময় রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে ফুটবলের দুই পরাশক্তি।

একই গ্রুপে পড়ায় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে হচ্ছে দুই দলকে। কাতার বিশ্বকাপে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর এ ম্যাচটি ‘ডু অর ডাই’ ম্যাচে পরিণত হয়েছে। যেখানে বিশ্বকাপে টিকে থাকতে হলে স্পেনকে হারাতেই হবে জার্মানদের। আর নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে এ মুহূর্তে উড়ছে স্পেন। তবে জার্মানিকে হালকাভাবে নিচ্ছে না স্পেন।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেন জিতেছে ৮ ম্যাচে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র‍্যাঙ্কিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।

বিশ্বকাপের দেখাতেও এগিয়ে জার্মানি। এখন পর্যন্ত বিশ্বকাপেও চারবার দেখা হয়েছে জার্মানি ও স্পেনের। যেখানে দুই ম্যাচ জিতেছে জার্মানরা, একটিতে জয় স্প্যানিশদের।

তবে বর্তমানে ফর্মের বিচারে স্পেন এগিয়ে। এমনকি মুখোমুখি সর্বশেষ লড়াইয়েও তাদের সামনে দাঁড়াতে পারেনি জার্মানি। উয়েফা নেশনস লিগে হেরেছিল ৬-০ গোলে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ