প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার পর বেলজিয়ামকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো মরক্কো।
রোববার (২৭ নভেম্বর) আল থুমামা স্টেডিয়ামে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা রেড ডেভিলদের ২ গোলে হারায় মরক্কো।
এর আগে ‘এফ’ গ্রুপে মরক্কো তাদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে। কানাডাকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে বেলজিয়ানরা।
রোববার প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিম জিয়েখ ফ্রি কিক থেকে সরাসরি গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির পর ৬৮ মিনিটে মাঠে নামেন আব্দেল হামিদ সাবিরি। তিনি ৭৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে এগিয়ে নেন মরোক্কোকে। এ সময় ডানদিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে সাবিরির নেওয়া শট সরাসরি জালে প্রবেশ করে। থিবাউট কোর্তোয়া কিছু বুঝেও উঠতে পারেননি। ম্যাচের যোগ করা সময়ে জাকারিয়া আবুখলালের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় মরোক্কো।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ