স্পেনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারার পর কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেল কোস্টারিকা। জাপানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের নকআউটের আশা বাঁচিয়ে রাখল কোস্টারিকানরা।
অন্যদিকে হারলেও এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে সামুরাই ব্লুদের সামনে।
বাংলাদেশ সময় রোববার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় জাপান-কোস্টারিকা। এদিন ম্যাচের ৮১ মিনিটে ইয়েল্টসিন তেজেদার সহায়তায় কিশার ফুলার গোলে পিছিয়ে পড়ে জাপান। পরে ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি কোনো দলই।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে হেরে বসে কোস্টারিকা। অন্যদিকে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দেয় জাপান।
জাপানের একাদশ: শুচিগোদা, মায়া ইয়োশিদা, কোইতাকুরা, ইউতো নাগাতোমো, মিকিয়ামানে, দাইচি কামাদা, হিদেমাসা মরিতা, ওয়াতারু এন্ডো, আয়াসে উয়েদা, ইউকিসোমা ও রিতসু দোয়ান।
কোস্টারিকার একাদশ: কেইলর নাভাস, ফ্রান্সিসকো ক্যালভো, অস্কার ডুয়ার্তে, ব্রায়ান ওভিডো, কেন্ডাল ওয়াস্টন, ইয়েলতসিন তেজেদা, সেলসো বোর্হেস, গেরসন টরেস, কিশার ফুলার, অ্যান্টনি কনটেরাস ও জোয়েল ক্যাম্পবেল।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ