প্রথম ম্যাচে হারার পর মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপে কামব্যাক করে আর্জেন্টিনা। শনিবার রাতে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় আলবেলিস্তেরা। এই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা।
এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল।
বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছেন টুইটারে। ভিডিওটি রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের।
ফিফার অফিশিয়ার পেজে পোস্টে লেখে, ‘This is the power of football ❤️@Argentina fans in Bangladesh celebrating Lionel Messi's goal in the #FIFAWorldCup victory over Mexico last night
আগামী বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শেষ ষোলোতে উঠতে তাদের বিপক্ষে জিততে হবে মেসিদের।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ