ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ম্যারাডোনার পাশে মেসি 

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২২, ০৮:১০

সৌদি আরবের সাথে দুঃস্বপ্ন ভুলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দারুণ জয়ে আবারো বিশ্ব জয়ের স্বপ্নে টিকে থাকল আর্জেন্টিনা।

শনিবার রাতে (২৬ নভেম্বর) দিবাগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে দেশটিকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপে এটি আর্জেন্টিনার চতুর্থ জয়।

এর আগে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ড ছিল দিয়েগো ম্যারাডোনার। তবে মেক্সিকোর বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নেমে সেই রেকর্ডে পা রেখেছেন মেসি। ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামলেই মেসি নাম লেখাবেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের তালিকায়।

পঞ্চম বিশ্বকাপ খেলতে আসা মেসির গোলসংখ্যা ৮টি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার গোলসংখ্যাও ৮টি। তবে আলবেসেলিস্তাদের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তার গোলসংখ্যা ১০টি।

মেক্সিকোর বিপক্ষে জয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। বিশ্বকাপের আসরে এটি তার সপ্তম। তাছাড়াও ফিফা বিশ্বকাপে ৭টি ম্যাচসেরার স্বীকৃতি আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০০২ বিশ্বকাপ থেকে চালু হওয়া এই পুরস্কারটি এখন পর্যন্ত এই দুই ফুটবলারই জিতেছেন সর্বাধিক ৭ বার করে।

তাছাড়াও বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি ভিন্ন আসরে গোলে সহায়তা করার কীর্তিও গড়েছেন মেসি। অপরদিকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার করা সর্বশেষ ১৫ গোলের ১০টির সাথেই জড়িয়ে আছে মেসির নাম। যার ৭টি গোল, ৩টিতে সহায়তা আছে এই ফুটবল জাদুকরের।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ