হার দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করে আর্জেন্টিনা। সি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় মেসিরা। এতে বড় এক ধাক্কা খেয়েছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তবে ঘুরে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য রয়েছে আর্জেন্টিনার। সেই লক্ষ্যে মেক্সিকোর বিপক্ষের ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, সব মিলিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে ৫টি পরিবর্তন আসতে পারে। বাদপড়াদের তালিকায় থাকতে পারেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এমনটাই জানিয়েছে গণমাধ্যমগুলো।
পারেদেসের পরিবর্তে গুইদো রুদ্রিগেজকে খেলাতে পারেন আর্জেন্টাইন কোচ। সৌদি আরবের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আরও কিছু চমক নিয়ে আসতে পারেন স্কালোনি।
রক্ষণে ক্রিশ্চিয়ানো রোমেরোর পরিবর্তে সুযোগ পেতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ। এ ছাড়া নাহুয়েল মলিনার জায়গায় দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েলকে। আর নিকোলাস তালিয়াফিকোর জায়গা নিয়ে আসা হতে পারে মার্কোস আকুনিয়াকে।
মাঝমাঠে পারদেসের সঙ্গে বাদ পড়তে পারেন পাপু গোমেজও। একাদশে সুযোগ পেতে পারেন এঞ্জো ফার্নান্দেজ। তবে আক্রমণ ভাগে কোনো পরিবর্তন আনবেন না স্কালোনি। লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্টিনেজ।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, অ্যাঞ্জল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ