পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪৩ মিনিটে পেনাল্টি মিস করেছে সৌদি আরব। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে গিয়ে ব্যর্থ হন সালেম আল দাওসারি। তার নেওয়া শট ডানদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তার ফিরিয়ে দেওয়া বল সামনে পান মোহাম্মদ আল-বুরাইক। তিনি শট নেন। তার নেওয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।
ম্যাচের ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে পোল্যান্ড। এ সময় ডি বক্সের সামনে থেকে পিওতর জিলিনেস্কি বুলেট গতির শটে সৌদির গোলরক্ষক আল ওয়েসকে পরাস্ত করে গোল করেন। ম্যাচের ১৩ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিল সৌদি আরব।
এ সময় ডানদিক থেকে আক্রমণে ওঠেন মোহাম্মদ কান্নো। তার নেওয়া শট লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পোল্যান্ডের গোলরক্ষক। দ্বিতীয় কর্নার পায় সৌদি আরব।
ম্যাচের অষ্টম মিনিটে প্রথম কর্নার পায় সৌদি আরব। এসময় সৌদির ফরোয়ার্ডের নেওয়া শট পোল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় গ্রজেগর্জ ক্রাইচোয়াকের গায়ে লেগে বাইরে চলে যায়। কর্নার পায় গ্রিন ফ্যালকনরা। তবে কর্নার থেকে সুযোগ তৈরি করতে পারেনি তারা।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ