ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাতার বিশ্বকাপ থেকে কাতারের বিদায়

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ০০:৫৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ০১:০৫

কাতার ফুটবল বিশ্বকাপের ‘এ’ গ্রুপের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে ইকুয়েডর। এই ড্রতে দুই দলেরই সমান ৪ পয়েন্ট হলো। আর তাতে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কাতারের কপাল পুড়ল। বাজল বিদায় ঘণ্টা।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটোই হেরেছে স্বাগতিক কাতার। প্রথমটি হেরেছে ইকুয়েডরের সঙ্গে ২-০ গোলে, দ্বিতীয়টি সেনেগালের সঙ্গে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে হারের পর অনেক যদি কিন্তুর সমীকরণে কিছুটা হলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ টিকে ছিল কাতারের। কিন্তু ইকুয়েডর ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ ড্র হওয়াতে সেই সামান্য সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল দলটির।

কাতার এখনো পয়েন্ট খাতা খুলতে পারেনি। তাই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। যদিও তারা আরও একটি ম্যাচ খেলতে পারবেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ