ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

সমতায় শেষ হলো নেদারল্যান্ডস-ইকুয়েডরের ম্যাচ

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ০০:১৪

শক্তিশালি ডাচদের ১-১ গোলের ব্যবধানে রুখে দেন লাতিন আমেরিকার দল ইকুয়েডর। ফলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ল দলটির। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন গাকপো। আর ইকুয়েডরের হয়ে গোল করেন এনার ভ্যালেন্সিয়া।

ডাচদের জালে ইকুয়েডরের বল

ব্যর্থ হয়েই প্রথমার্ধ শেষ করলেন ইকুয়েডর। বিরতির পর ফিরেই ডাচদের বিপক্ষে সমতা আনলেন তারা। ইস্তুপিনানের বাঁ দিক থেকে দারুণ শট রুখে দেন ডাচ গোলরক্ষক। বল ফিরে এলে ডি বক্সে থাকা ইনার ভ্যালেন্সিয়া বল জালে জড়িয়ে দেন। ৪৯ মিনিটে সমতা আনে ইকুয়েডর।

প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

প্রথমার্ধ শেষে ১-০ গোলে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস। এরপর এনার ভ্যালেন্সিয়া তিনবার সুযোগ পেয়েও নষ্ট করলে ইকুয়েডর সমতা ফেরাতে পারেনি।

যদিও প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ করেছিল ইকুয়েডর। অ্যাঞ্জেলো স্মিট প্রেসিয়াডোর অ্যাসিস্টে পারভিস এস্তুপিনান জাল কাঁপিয়ে উদযাপনে মেতে ওঠেন। কয়েক সেকেন্ডের মধ্যে লাইন্সম্যান অফসাইডে গোলটি বাতিল করেন।

এই ড্রতে দুই দলেরই সমান ৪ পয়েন্ট হলো এবং বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক কাতার।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ