প্রথমার্ধ শেষে ১-০ গোলে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস। এরপর এনার ভ্যালেন্সিয়া তিনবার সুযোগ পেয়েও নষ্ট করলে ইকুয়েডর সমতা ফেরাতে পারেনি।
যদিও প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ করেছিল ইকুয়েডর। অ্যাঞ্জেলো স্মিট প্রেসিয়াডোর অ্যাসিস্টে পারভিস এস্তুপিনান জাল কাঁপিয়ে উদযাপনে মেতে ওঠেন। কয়েক সেকেন্ডের মধ্যে লাইন্সম্যান অফসাইডে গোলটি বাতিল করেন।
এর আগে মরুর বুকে দুই দলই জয় দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ ব্যবধানে হারায় ইকুয়েডর। নেদারল্যান্ডসও নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে হারায় একই ব্যবধানে।
হয়তো কাগজে-কলমে বিজয়ী দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে না। তবে, দ্বিতীয় রাউন্ডের পথে যে অনেক দূর এগিয়ে যাবে তা নিশ্চিত করেই বলা যায়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ