হার দিয়ে বিশ্বকাপ শুরু হয় কাতার ও সেনেগালের। দোহার আল থুমামা স্টেডিয়ামে পরাজিত দুই দল মুখোমুখি গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
প্রথমার্ধ শেষে স্বাগতিক কাতারের বিপক্ষে এক গোলে এগিয়ে আছে সেনেগাল। একমাত্র গোলটি করেছেন বৌলায়ে।
ম্যাচের শুরু থেকেই গোল করার চেষ্টা করেছে সেনেগাল। ম্যাচের ২৪ ও ২৮ মিনিটে গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি সেনেগাল।
ম্যাচের ৪১ মিনিটে কাতারের ডিফেন্ডার খৌকি ও গোলকিপার বারশামকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন বৌলায়ে দিয়া। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে আগে গোল করে হারেনি সেনেগাল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ