কাতার বিশ্বকাপে গ্রুপ 'বি' এর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে বাংলাদেশ সময় ৪ টায় আহমাদ বিন আলী স্টেডিয়ামে মাঠে নামছে ইরান।
ইরান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬-১ গোলে। অন্যদিকে ওয়েলস তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আর তাই বিশ্বকাপে টিকে থাকতে জিততে হবে ইরানকে। র ওয়েলস জিতলেই দ্বিতীয় রাউন্ডে পথে এগিয়ে যাবে বেলের ওয়েলস।
ওয়েলসের একাদশ ওয়েন হেনসি (গোলরক্ষক), বেন ডেভিস, ক্রিস মেফাম, জো রোডন, নিকো উইলিয়ামস, অ্যারোন রেমসি, কন্নর রবার্টস, এথান এমপাডু, হ্যারি উইলসন, গ্যারেথ বেল (অধিনায়ক), কিফার মোর।
ইরান একাদশ হোসেইন হোসেইনি (গোলরক্ষক), মিলাদ মোহাম্মদি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, মাজিদ হুসেইনি, রামিন রেজাইয়ান, এহসান হাজি সাফি, সাইদ এজাতুল্লাহ, আলি ঘুলিজাদে, আহমদ নুরুল্লাহ, মেহেদী তারেমি, সরদার আজমৌন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ