রিচার্লিশনের পায়ে ভর করে জোড়া গোলে সার্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। তবে, দুর্দান্ত জয়ের পরেও সেলেসাও শিবিরে ভর করেছে দুশ্চিন্তা। কারণ, দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। এমনকি মাঠ ছাড়ার পর তাকে কাঁদতেও দেখা গেছে।
সাধারণত, নেইমার যেদিন ছন্দে থাকেন না, সেদিনও পুরো ৯০ মিনিট খেলেন। এদিন, যদিও সেভাবে নিজের চেনা রূপে ছিলেন না। কিন্তু বরাবরের মতো এবারও খুব বাজেভাবে ফাউলের শিকার হয়েছেন। স্ররবিয়ের বিপক্ষে ম্যাচ তো বটেই, পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাকেই ফাউল করা হয়েছে। গোড়ালিতে অস্বস্তিবোধ করায় ম্যাচের ৮০ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে।
ম্যাচের ৭৮তম মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমার ডি সিলভা জুনিয়রকে। তার পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্টোনিকে। ৭৭তম মিনিটেই সার্ব ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। তার পারে সঙ্গে লেগেই পা মচকে যায় পিএসজি তারকার। এ সময় দেখা যায় তিনি মাঠে বসে পড়েছেন। থিয়াগো সিলভা প্রথমে টেনে-টুনে দেখেন তার পা। এরপর চিকিৎসকরা আসেন। এক সময় দেখা যায় স্ট্রেচারও নিয়ে আসা হচ্ছে।
যদিও পরে দেখা গেছে নেইমার হেঁটেই মাঠ ছেড়েছেন। তবে, ডাগআউটে বসে দেখা গেলো জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছেন। কেউ কেউ বলছেন, কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন। এর অর্থ, পায়ের ব্যথাটা তার ভালোই। এবং শঙ্কায় পড়ে গেছেন তিনি, এই ইনজুরি কতটা গভীর তা নিয়ে।
পরে বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে নেইমারে গোড়ালির। তাতে দেখা যাচ্ছে, গোড়ালি ফুলে আছে। ভেতরে কী অবস্থা, তা স্ক্যান করা ছাড়া বলা সম্ভব নয়।
এদিকে, নেইমারদের সংশ্লিষ্ট ডাক্তার রদ্রিগো টুইট করেছেন, `নেইমারের গোড়ালি মচকে গেছে এবং সেখানে ফোলা দেখা যাচ্ছে। তবে এটা খুব বেশি গভীর নয়। যদিও ছবিটা দেখে মনে হচ্ছে, বেশ আশঙ্কাজনক।’
তবে, বেশ কয়েকটি টুইট বার্তায় বলা হচ্ছে, এক্সরে কিংবা এমআরআই করে দেখতে হবে তার এই ইনজুরি কতটা সিরিয়াস।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ