ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

যে একাদশ নিয়ে মুখোমুখি সুইজারল্যান্ড-ক্যামেরুন

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ১৬:১৩
ছবি : আল জাজিরা

কাতার বিশ্বকাপে গ্রুপ 'জি' এর প্রথম ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছে সুইজারল্যান্ড।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

সুইজারল্যান্ডের একাদশ : ইয়ান সোমার (গোলরক্ষক), সিলভান উইডমার, নিকো এলভেডি, ম্যানুয়েল একাঞ্জি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রিউলার, গ্রানিত জাকা, মোহাম্মেত সোউ, রুবেন ভারগাস, জেরদান শাকিরি, ব্রেল এমবোলো।

ক্যামেরুনের একাদশ : আন্দ্রে ওনানা (গোলরক্ষক), নিকোলাস কোলো, কলিনস ফাই, জিয়ান চার্লস ক্যাস্তেল্লেত্তো, নওহও টোলো, জ্যাম্বো অ্যানগুইস্যা, স্যামুয়েল গোউট, মার্টিন হোংলা, কার্ল টোকো একাম্বি, চৌপো-মোটিং, বায়ার্ন এম্বেওমো।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ