ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাজিলের খেলা দেখবেন যেভাবে

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ১০:২৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ১০:২৮

কাতার ফুটবল বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে আজ (২৪ নভেম্বর) দিবাগত রাত ১ টায় মাঠে নামবে ব্রাজিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ব্রাজিলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট আর্জেন্টিনা দলের প্রথম ম্যাচে পরাজয়ের পর আরেক অন্যতম ফেভারিট ব্রাজিল দলের সমর্থকদের মাঝে যেন লেগেছে আনন্দের দোলা। হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ।

বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে সেলেসাওদের খেলাও।

এছাড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে ব্রাজিল-সার্বিয়াসহ অন্যান্য দেশের খেলা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ