ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

দেখে নিন কানাডা-বেলজিয়ামের একাদশ

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ০১:১০

কানাডা আর বেলজিয়ামের ম্যাচ শুরু হয়েছে। দুই দল সম্পর্কে বলতে গেলে গত বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। এবারের কাতার বিশ্বকাপেও হট ফেভারিট তারা। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে অনেকদিন পর জায়গা পেয়েছে কানাডা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১টায় ।

তারকাবহুল বেলজিয়ামের বিপক্ষে কানাডার খেলার খুব বেশি খেলার রেকর্ড নেই। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল তারা। তাও ৩৩ বছর আগে, ১৯৮৯ সালে। প্রীতি ম্যাচের সেই দেখায় ২-০ গোলে জিতেছিল বেলজিয়াম।

ফলে কাতারে ফেভারিট হিসেবে জয়ের পাল্লা তাদের দিকেই ভারী। কিন্তু মরুর বুকে যেভাবে আন্ডারডগরা ভেল্কি দেখাচ্ছে তাতে নিশ্চিত করে তো কিছুই বলা যায় না।

বেলজিয়াম একাদশ (ফরমেশন ৩-৪-২-১): থিবো কুর্তোয়া, লিন্টার ডিনডনকার, টবি অল্ডারউয়েরেল্ড, ইয়ান ভারটনগেন, টিমোথি কাস্টাগনে, কেভিন ডি ব্রুইন, অ্যাক্সেল উইটসেল, ইউরি টিয়েলেমানস, ইডেন হ্যাজার্ড, ইয়ানিক কারাসকো ও মিশি বাটশুয়াই।

কানাডা একাদশ (ফরমেশন ৩-৪-২-১): মিলান বোয়ান, অ্যালিস্টার জনস্টোন, কামাল মিলার, স্টিভেন ভিক্টোরিয়া, জোয়ের ওয়াটারম্যান, আটিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকুইও, জোনাথন ডেভিড, আলফোনসো ডেভিস, কাইল লারিন ও টাওন বুখানান।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ