ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শুরুতেই স্পেনের প্রতিপক্ষ কোস্টারিকা

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ২১:৩৬

গত বিশ্বকাপটা ভালো যায়নি স্পেনের। এবার শুরুতেই প্রতিপক্ষ কোস্টারিকা। গত আসরটা বাজে কাটলেও ২০১৪ বিশকাপে নজর কেড়েছিল তারা। স্প্যানিশদের চমকে দিয়ে দারুণ কিছু করতে প্রত্যয়ী দলটি।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের দোহায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে দুই দলের সম্ভাব্য একাদশ ও ফর্মেশন জেনে নেয়া যাক-

স্পেন: (৪-৩-৩): সিমন (গোলরক্ষক), কারভাহাল, পাউ তোরেস, লাপোর্তে, আলবা, পেদ্রি, বুসকেতস, গাভি, ফেরান তোরেস, মোরাতা, সারাবিয়া।

কোস্টারিকা: (৪-৩-৩) নাভাস (গোলরক্ষক), সি. মার্টিনেজ, ক্যালভো, ডুয়ার্তে, ওভিয়েডো তেজেদা, বেনেট, জি. টরেস, বোর্হেস, কনটেরাস, ক্যাম্পবেল।

ম্যাচের পার্থক্য গড়ে দিতে স্পেন দলে তারকা রয়েছে অনেকই। তবে এর মধ্যে বার্সেলোনার তরুণ পেদ্রির দিকে আলাদাভাবে নজর থাকবে সবার। গত মৌসুমে থেকেই উড়ন্ত ছন্দে আছেন। এছাড়া আলভারো মোরাতা ও পাবলো সারাবিয়াও কেড়ে দিতে পারেন ম্যাচের সব আলো।

কোস্টারিকার সাফল্যে অনেক দিন থেকেই সময়ের অন্যতম সেরা গোলরক্ষক কেইলর নাভাস নেতৃত্ব দিয়ে আসছেন। বিশ্বকাপেও তার দিকেই তাকিয়ে থাকবে দলটি।

২০১৪ সালে একই গ্রুপে থাকা তিন বিশ্বচ্যাম্পিয়নকে চমকে গ্রুপ হয়েছিল কোস্টারিকা। তবে সেই দলটির সঙ্গে বর্তমান দলের পার্থক্য অনেক। তারপরও ছেড়ে কথা বলবে না তারা। অন্যদিকে শক্তিশালী স্পেন চাইবে ম্যাচটা জিতেই শুরু করতে। দলটির সামর্থ্যও রয়েছে। যদিও সের্জিও রামোসসহ বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় বাদ দিয়ে দল গড়েছেন কোচ লুইস এনরিকে। তবুও ম্যাচে এগিয়ে থাকবে স্প্যানিশরাই।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ