ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানির বিশ্বকাপ যাত্রা শুরু হলো। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৭টায়।
১-১ গোলে সমতা আনলো জাপান। বাম দিক থেকে মিতোমার পাসে শট নেন মিনামিনো। কিন্তু রুখে দেন নুয়্যার। তবে বল আটকে রাখতে পারেননি। ডি বক্সে ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান ডোন। ৭৫ মিনিটে সমতা আনে এশিয়ার দলটি।
জাপানের সুযোগ হাতছাড়া
মাঝ মাঠ থেকে বাম দিকে বল পান আসানো। একাই বল নিয়ে দৌড়ে যেতে থাকেন সামনের দিকে। কিন্তু শট নিতে গিয়ে ভুল করে বসেন। মেরে দেন বাইরে। ৬১ মিনিটে জাপানের সুযোগ হাতছাড়া হয়।
এবার বারে লাগলো গুন্ডোগানের শট
৬০ মিনিটে ডি বক্সের একটু সামনে গুন্ডোগানকে বল বাড়িয়ে দেন মুসিওয়ালা। বল পেয়েই একটু সামনে যেয়ে দুজনের ফাঁক দিয়ে নিচু শটে মারেন গুন্ডোগান। বল ডান পাশের পোস্টে লেগে বাইরে চলে যায়।
এবার অভিষিক্ত মুসিয়ালা উপর দিয়ে মারলেন
ডি বক্সের মাথায় কয়েকজনকে কাটিয়ে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি হয়তো। অভিশিক্ত মুসিয়ালা বল মেরে দেন বারের উপর দিয়ে।
মুলারের ভুল শট
৪৭ মিনিটে মাঝমাঠ থেকে ডান দিকে বল পান মুলার। সামনে গোলপোস্ট ফাঁকাই ছিল। জাপানি ডিফেন্সের বাধার মুখে পড়েননি। কিন্তু বল মেরে দিলে উপর দিয়ে। সুযোগ হাতছাড়া জার্মানির।
এগিয়ে থেকে বিরতিতে জার্মানি
প্রথম গোলের পর যেন আরও খিপ্র হয়ে ওঠে জার্মানি। এর আগে ছিল কিছুটা সাদামাটা। স্কোরার গুন্ডোগান আবারও আক্রমণ করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। অভিষেক হওয়া মুশিওয়ালা খেলেন দুর্দান্ত। বিরতিতে যাওয়ার কয়েক সেকেন্ড আগেও গোল পায় জার্মানি। তবে অফসাইডে বাতিল হয় সেটি। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গুন্ডোগানের গোলে লিড নিয়ে বিরতিতে জার্মানি। আক্রমণের পর আক্রমণে জাপানের ডিফেন্স বারবার কাঁপিয়ে দিয়েছে জার্মানি। মোট ১৩টি শট নেয় তারা। অন্যদিকে জাপান মাত্র ১টি শট নিতে পারে। তাও এটি অনটার্গেট ছিল না। ম্যাচের ৭৯ শতাংশ সময় বল ছিল জার্মানদের পায়ে।
পেনাল্টি থেকে জার্মানির প্রথম গোল
পেনাল্টি থেকে এগিয়ে গেলো জার্মানি। ১-০ গোলে এগিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩১ মিনিটে জাপানি গোলরক্ষক গন্ডা ফাউল করে বসেন বল বাঁচাতে গিয়ে। শাস্তি স্বরূপ পেনাল্টি পায় জার্মানি। এর আগে বার কয়েক আক্রমণ করেও গোলের দেখা পাননি গুন্ডোগান। এবার আর মিস হয়নি। বাম দিকে নিখুঁত শটে পরাস্ত করেন জাপানি গোলরক্ষককে।
তিনবার ব্যর্থ গুন্ডোগান
২৬, ২৮ ও ২৯ মিনিটে গোলের চেষ্টা করেছিলেন গুন্ডোগান। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনবারই।
জশুয়া খিমিচের শট ধরে ফেললেন গোলরক্ষক
২০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে জশুয়া খিমিচের নেওয়া শট ধরে ফেলেন জাপানের গোলরক্ষক।
অল্পের জন্য গোল পেলেন না রুদিগার
১৭ মিনিটে কর্নার পায় জার্মানি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন রুদিগার। তার নেওয়া হেড পোস্টের সামান্য পাশ দিয়ে বাইরে চলে যায়।
প্রথম কর্নার পেল জাপান
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম কর্নার পায় জাপান। জার্মানির ইলকে গুনদোগান জাপানকে কর্নার উপহার দেন।
জার্মানি এর আগে কখনোই জাপানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলেনি। এবারই প্রথম বিশ্বকাপে দেখা হলো তাদের। এর আগে জাপান ও জার্মানি দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ২০০৪ সালে প্রথম দেখায় জাপান ৩-০ গোলে হেরেছিল। আর ২০০৬ সালে ২-২ গোলে ড্র করেছিল।
জার্মানির একাদশ: ম্যানুয়েল নয়্যার, নিকো স্লোটারবেক, আন্তোনিও রুদিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকে গুন্দোগান, জোশুয়া খিমিচ, কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও সার্জি সার্জ জিনাব্রি।
জাপানের একাদশ: শুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কৌ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, হিরোকি সাকাই, দাইচি কামাদা, আয়ো তানাকা, ওয়াতারু এন্দো, দাইজেন মায়েদা, তাকেফুসা কুবো ও জুনইয়া ইতো।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ