জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতারে বিশ্বজয়ের লড়াই শুরু করতে যাচ্ছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
চলুন দেখে নেয়া যাক জাপান ও জার্মানির আজকের সম্ভাব্য একাদশ-
জার্মানি : (ফরম্যাশন ৪-২-৩-১) : টের স্টেগেন, কেহেরার, সুলে, রুডিগার, রাউম, কিমিখ, গুন্দোগান, মুলার, মুসিয়ালা, সানে, হাভার্টজ।
জাপান : (ফরম্যাশন ৪-২-৩-১) : শ্মিট, ইয়ামানে, তোমিয়াসু, ইতো, নাকায়ামা, এন্ডো, মরিতা, জুনিয়া ইতো, কামাদা, মিনামিনো, আসানো।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ