ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

কেউ জেতেনি ক্রোয়েশিয়া-মরোক্কোর ম্যাচে

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ১৮:০০

কেউ জেতেনি ক্রোয়েশিয়া-মরোক্কোর ম্যাচে। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচটি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা। ম্যাচের ৬৫ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার কাছে। কিন্তু তারা গোলপোস্টে খুব বেশি শট নিতে পারেনি। মাত্র ৪টি শট নেয় তারা। তার মধ্যে দুটি ছিল অন টার্গেটে। অন্যদিকে মরোক্কোর কাছে বলের দখল কম থাকলেও তারা আক্রমণ শানায় বেশি। তারা গোলপোস্টের দিকে শট নিয়েছিল ৮টি। তার মধ্যে দুটি ছিল অন টার্গেটে।

ক্রোয়েশিয়া ৫টি কর্নার পেয়েও সেগুলো থেকে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মরোক্কো কোনো কর্নারই পায়নি।

মরোক্কোর দুই সুযোগ মিস:

বিরতির পর ৫১ ও ৬৫ মিনিটে দুটি সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। ৫১ মিনিটে মাজরাউয়ির নেওয়া হেড ক্রোয়েশিয়ার গোলরক্ষক ধরে ফেলেন। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে আচরাফ হাকিমির নেওয়া ডান পায়ে শট গোলপোস্টের উপরের অংশ থেকে ধরে ফেলেন ক্রোয়াট গোলকিপার।

প্রথমার্ধ শেষে ক্রোয়েশিয়া ০:০ মরোক্কো

সুযোগ মিসের মহড়ায় গোলশূন্যভাবে শেষ হয়েছে ক্রোয়েশিয়া ও মরোক্কোর ম্যাচ। যদিও প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার কাছে। আর ৪১ শতাংশ ছিল মরোক্কোর কাছে। মরোক্কো প্রথমার্ধে গোলপোস্টের দিকে ৫টি শট নেয়। তার মধ্যে একটি অন টার্গেটে ছিল না। তবে ক্রোয়েশিয়ার নেওয়া ৪টি শটের একটি ছিল গোলমুখে। প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে তারা দারুণ দুটি সুযোগ মিস করে। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই। এই অর্ধে দুটি কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ক্রোয়াটরা।

প্রথার্ধের শেষ দিকে দুই দুইটি সুযোগ মিস:

প্রথমার্ধের ৪৫ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিকের নেওয়া শট রুখে দেন মরোক্কোর গোলরক্ষক। এরপর যোগ করা সময়ে আরও একটি সুযোগ পেয়েছিলেন লুকা মদ্রিচ। কিন্তু ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট গোলবারের সামান্য উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

ক্রোয়েশিয়ার দ্বিতীয় কর্নার:

ম্যাচের ২১ মিনিটে দ্বিতীয় কর্নার পায় তারা। এই কর্নার থেকেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি ক্রোয়াটরা।

সুযোগ মিস:

ম্যাচের ১৭ মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। কিন্তু তার নেওয়া বাম পায়ের শট বক্সের উপর দিয়ে চলে যায়।

প্রথম কর্নার:

ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় ক্রোয়েশিয়া। যদিও কর্নার থেকে তারা কোনো গোল আদায় করে নিতে পারেনি।

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও মরোক্কো। আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিততে না পারার অপূর্ণ স্বপ্ন এবার পূরণ করতে চায় ক্রোয়েশিয়া। অন্যদিকে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়াকে রুখে দিতে চায় মরোক্কো।

ক্রোয়েশিয়ার একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, জোস্কো গভার্দিওল, দেজান লোভরেন, বোর্না সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিক, লুকা মদ্রিচ, আন্দ্রেজ ক্রামরিক, ইভান পেরিসিক ‍ও নিকোলা ভ্লাসিক।

মরোক্কোর একাদশ: ইয়াসিন বাউনো, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নৌসাইর মাজরাউই, আচরাফ হাকিমি, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আমরাবাত, আজজেদিন ওনাহি, ইউসেফ এন-নেসিরি, সোফিয়ান বোফাল ‍ও হাকিম জিয়েখ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ