কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে আজ বুধবার মাঠে নামছে গেল আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরোক্কো। এর আগে পাঁচবার বিশ্বকাপের মঞ্চে খেলেছে ক্রোয়েশিয়া। গেলবার রানার্স-আপ হওয়ার আগে ১৯৯৮ সালে তারা তৃতীয় হয়েছিল একবার। এর বাইরে তিনবার গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। তার মধ্যে তিনবারই গ্রুপপর্বের প্রথম ম্যাচে হেরেছিল তারা। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে যে দল নিয়ে ফাইনাল খেলেছিল, সেই দলের অনেক খেলোয়াড়ই নেই এবার।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।
ক্রোয়েশিয়া ও মরোক্কোর আজকের সম্ভাব্য একাদশ-
ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ; সোসা, গাভারদিয়ল, লভরেন, স্তানিসিচ; মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ; পেরিসিচ, ক্রামারিচ, ভ্লাসিচ।
মরক্কো: (৪-৩-৩) বোনো; মাজরাউই, সাইস, দারি, হাকিমি; আমরাবাত, আমাল্লাহ, উনাহি; জিয়েখ, এল-নেসিরি, বোফাল।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ