অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে মরু প্রান্তরের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার হার দেখে আরও বেশি যেন সতর্ক হয়ে গেছে ব্রাজিল শিবির। সোমবার পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের সামনেই চলছিল প্র্যাকটিস। কিন্তু এবার বন্ধ করা হলো প্র্যাকটিস দেখার দরজা। উদ্দেশ্য একটাই।বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে কোন এগারোজনকে শুরুতে মাঠে নামাবেন, তা প্রকাশ্যে আনতে চান না ব্রাজিল কোচ। মঙ্গলবার কোচ তিতেসহ সব ফুটবলাররাই সৌদির বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ দেখেন টিম হোটেলের টিভিতে। ম্যাচ শেষ হওয়া মাত্রই নেইমারদের নিয়ে ব্রাজিল কোচ বেরিয়ে যান আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে প্র্যাকটিসের জন্য। আর সেখানে একেবারে কড়া নিরাপত্তায় চলে ক্লোজড ডোর প্র্যাকটিস।
সোমবার পর্যন্ত সবার সামনে প্র্যাকটিস করলেও প্রথম একাদশে কোন ফুটবলারদের ভাবছেন বুঝতে দেননি তিতে। কখনও ফরোয়ার্ডদের খেলিয়েছেন ডিফেন্ডারদের বিরুদ্ধে। কখনও মিডফিল্ডারদের দিয়ে সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন ডিফেন্ডারদের সঙ্গে। কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাদের ভাবছেন, তা কাউকেই বুঝতে দেননি। প্রথমদিন যে ডিফেন্স লাইন দাঁড় করিয়েছিলেন, তাতে দানি আলভেজকে প্রথম দলে রেখে প্র্যাকটিস করিয়েছেন। যাতে প্রথম একাদশ কী হতে চলেছে, সেটা কেউ বুঝতে না পারেন। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এবার প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি করার থেকেও তিতের কঠিন কাজ হল, নিজের দলের প্রথম একাদশ ঠিক করা।
ফ্রেড না ভিনিসিয়াস জুনিয়র, কাকে খেলাবেন প্রথম দলে? বিশেষ করে আক্রমণভাগে কাকে বাদ দিয়ে কাকে রাখবেন, তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়ে গেছেন ব্রাজিল কোচ।
ভিনিসিয়াসের জন্য ইতিমধ্যেই প্রথম একাদশে জায়গা বদলেছে নেইমারের। বিশ্বকাপে নেইমার খেলবেন স্ট্রাইকারদের পিছন থেকে। ভিনিসিয়াস লেফট উইং থেকে। তবে চূড়ান্ত দল কী হবে, তা নিয়ে কোনও ইঙ্গিতই দেননি ব্রাজিল কোচ। এদিন ঘণ্টাব্যাপী ওই প্র্যাকটিসে ঢুকতে পারেননি ওগ্লোবোর সাংবাদিকরাও। পরে অবশ্য ও গ্লোবোর সাংবাদিক এডমার কারও সঙ্গে মোবাইলে পর্তুগিজে কথা বলে জানালেন, তিতে এদিন যা প্র্যাকটিস করাচ্ছেন, তাতে প্রথম দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। রিজার্ভে ফ্রেড। দানি আলভেজও রিজার্ভ দলে।
প্র্যাকটিসে নেইমাররা ছিলেন জার্সির উপর লাল বিফ পরে। আর রিজার্ভ দলটা সবুজ জার্সিতে। ব্রাজিল শিবিরের বাইরে এডমারের হোয়াটসঅ্যাপে একটা আধা স্পষ্ট ছবি এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম দলে বাঁ দিক থেকে দাঁড়িয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র। ছবিতে দেখা যাচ্ছে লাল বিফে দাঁড়িয়ে আছেন- কাসেমেরো, অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা এবং মার্কুইনহোস। যার অর্থ এরা সবাই রয়েছেন প্রথম দলে। গ্যাব্রিয়েল জেসুস আর অ্যান্টনিকে দেখা যাচ্ছে সবুজ জার্সিতে। মানে, এরা রিজার্ভ দলে। এরপর খোজ খবর চালিয়ে এডমার যা জানালেন, তাতে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশটা হতে চলেছে এরকম : গোলে- আলিসন। ডিফেন্সে-দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস এবং অ্যালেক্স সান্দ্রো। মিডফিল্ডে-কাসেমিরো, লুকাস পাকুয়েতা এবং রাফিনহা। আক্রমণে তিনজন-ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এবং রিচার্লিসন।
ঘণ্টাখানেক প্র্যাকটিস শেষ করার পর দলের মিডিয়া ম্যানেজার গ্রেগের কাছে সবাই অনুরোধ করলেন তিতের সঙ্গে কথা বলতে চান বলে। এদিন সেই প্রস্তাবেও রাজি হলেন না সদা হাস্যময় তিতে।
জানালেন, সার্বিয়া ম্যাচ নিয়ে যা বলার বলবেন বুধবার সরকারি সাংবাদিক সম্মেলনে। তার আগে নয়। তবে এরমধ্যেই ও গ্লোবোর সাংবাদিকদের তরফে জানা গেল, ’৯৪-এর নায়ক রোমারিও বার্তা পাঠিয়ে উদ্বুদ্ধ করেছেন নেইমারকে। এদিন আর্জেন্টিনার পরাজয়ের পর নেইমারের উপর চাপটা আরও বেড়ে গিয়েছে। এই সময় নেইমার যাতে মাথা ঠান্ডা রেখে ম্যাচের দিকে ফোকাস করতে পারেন, তাই রোমারিওর বার্তা।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ