জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
বাংলাদেশ সময় বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তৎকালীন চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় ছিল জার্মানদের জন্য লজ্জাজনক। এবার বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ওমানকে মাত্র ১-০ গোলে পরাজিত করেছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি যেহেতু এবারের আসরে অংশ নিতে পারেনি সে কারণেই জার্মানির সামনে সুযোগ রয়েছে ব্রাজিলের পাঁচবারের শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করার। কিন্তু গ্রুপ পর্বে জাপান, কোস্টারিকা চ্যালেঞ্জ আগে মোকাবেলা করতে হবে, এরপর রয়েছে নক আউট পর্ব। তবে সাম্প্রতি ফর্ম বিচারে জার্মানদের নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না।
অন্যদিকে জাপানের কথা বলতে গেলে, অভিজ্ঞ মায়া ইয়োশিদা এবং ইউটো নাগাতোমোকে নিয়ে ২৬ সদস্যের দল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছে। এছাড়া জাপানি মেসি খ্যাত দাইচি কামাদা রয়েছেন দলে। দলের ব্যাক লাইনে আছেন অভিজ্ঞ আর্সেনাল ডিফেন্ডার তাকিহিরো তোমিয়াসুকে। এ খেলায় শক্তির দিক বিবেচনা করলে এগিয়ে থাকবে জার্মানি।
সম্ভাব্য লাইনআপ
জার্মানি (ফরম্যাশন ৪-২-৩-১) : টের স্টেগেন, কেহেরার, সুলে, রুডিগার, রাউম, কিমিখ, গুন্দোগান, মুলার, মুসিয়ালা, সানে, হাভার্টজ।
জাপান (ফরম্যাশন ৪-২-৩-১) : শ্মিট, ইয়ামানে, তোমিয়াসু, ইতো, নাকায়ামা, এন্ডো, মরিতা, জুনিয়া ইতো, কামাদা, মিনামিনো, আসানো।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ