ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখনো চলমান বিশ্বকাপের এ আসরে মাঠে নামেননি তিনি। এর মধ্যেই ক্লাব-ছাড়া হলেন সিআর সেভেন খ্যাত এই তারকা। তাকে একপ্রকার তাড়িয়েই দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
সম্প্রতি ঐতিহ্যবাহী ক্লাবটির মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন রোনালদো। বোমা ফাটানোর মতো মন্তব্য ছিল ৩৭ বছর বয়সী তারকার। ঠিক এরপর থেকে দুইপক্ষের সম্পর্কটা তিক্ততায় রূপ নেয়। সময়ের ব্যাপার ছিল দুইপক্ষের মধ্যে চুক্তি বাতিল হওয়াটা।
মঙ্গলবার (২২ নভেম্বর) ক্লাবটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে রোনালদো নিজেও এক বিবৃতিতে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিবৃতিতে লিখেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচনা শেষে সমঝোতার মাধ্যমে আগেভাগেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি ক্লাব এবং এর সমর্থকদের ভালোবাসি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ