ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

প্রথম ম্যাচেই আলো ছড়ালেন এমবাপ্পে

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ১৩:৩৮

এবারের ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আলো ছড়ালেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয় কাতারের আল জানুব স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে বিশ্ব চ্যাম্পিয়নদের টনক নাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া।

৯ মিনিটের মাথায় দিদিয়ের দেশামের শিষ্যদের বিপক্ষে লিড নেয় গ্রাহাম আরনল্ডের শিষ্যরা। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে ম্যাথুও লেকি বল বাড়িয়ে দেন সতীর্থ ক্রেগ গুডউইনের দিকে। ডি বক্সের ভেতর ফাঁকায় বল পান গুডউইন। শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে এমন সুযোগ লুফে নিতে কোনো ভুল করেননি তিনি। অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

তবে কিছুক্ষণ সময় লাগলেও প্রথমার্ধেই খেলায় ফিরেছে ফ্রান্স। শুরুতে ডেডলক ভাঙেন অ্যাড্রিয়েন র‍্যাবিয়ট। পাঁচ মিনিটের ব্যবধানে জিরুড গোল করে লিড এনে দেন ফ্রান্সকে। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। পরের গল্পটা এমবাপের।

৬৮তম মিনিটে বাঁ দিক থেকে এমবাপের কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হলে অন্য পাশে বল ধরে দেম্বেলে ক্রস বাড়ান ছয় গজ বক্সে। প্রতিপক্ষের দুজনের মধ্যে লাফিয়ে হেড করেন পিএসজি তারকা, বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। নিজে গোল করার মিনিট কয়েক পর আরেক গোলে অবদান এমবাপের, এবার যোগানদাতা তিনি। বাঁ প্রান্ত থেকে করা পিএসজি ফরোয়ার্ডের ক্রসে জিরুডের হেড। ফ্রান্স ৪- অস্ট্রেলিয়া ১। ম্যাচের বাকিটা সময় ছিল শুধু আনুষ্ঠানিকতা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ