ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু চ্যাম্পিয়ন ফ্রান্সের

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ০১:০২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের।

বুধবার (২৩ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে শুরু হয় ম্যাচটি।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের বেশ কয়েকজন তারকা ফুটবলার ইনজুরিতে পড়েছেন। ফলে বিশ্বকাপের আসরে দেখা যাবেনা করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলারকে। তবুও বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

অন্যদিকে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব খেলা অস্ট্রেলিয়া বাছাইপর্ব খেলে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ফলে তাদেরকে খাটো করে দেখার সুযোগ নেই। তাদেরও শুরুর একাদশে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে রেখেছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম জেমস আর্নলড।

ফ্রান্স একাদশ (ফরমেশন ৪-২-৩-১)

হুগো লোরিস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, লুকাস হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে।

অস্ট্রেলিয়া একাদশ (ফরমেশন ৪-১-৪-১)

ম্যাট রায়ান, ন্যাথ্যানিয়ের অ্যাটকিনসন, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, রিলে ম্যাকগ্রি, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ক্রেইগ গুডইউন, ম্যাথু লেকি, মিচেল ডিউক।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ