ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য পোল্যান্ড-মেক্সিকো

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২২, ০০:০৭

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পোল্যান্ড-মেক্সিকো। ডেনমার্ক-তিউনিশিয়া ম্যাচের পর এই দুই দলের ম্যাচও ড্র হয়। মেক্সিকো আক্রমণের পর আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। অন্যদিলে পোল্যান্ড ছিল সাদামাটা। পেনাল্টির সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানডোদফস্কি। পুরো ম্যাচে ১৫টি শট নেয় মেক্সিকো। অন্যদিকে পোল্যান্ড নিতে পারে ৮টি। একই গ্রুপ থেকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। ২ পয়েন্ট নিয়ে সবার উপরে সৌদি। ১ পয়েন্ট করে পোল্যান্ড-মেক্সিকো দ্বিতীয়-তৃতীয় অবস্থানে। আর্জেন্টিনার অবস্থান সবার শেষে।

৬৪ মিনিটে ক্রস থেকে ডি বক্সে বল পেয়ে হেডে বাম দিকে মেরেছিলে এসজেসনি। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান পোলিশ গোলরক্ষক। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় গোল থেকে রক্ষা করেন দলকে।

লেভানডোফস্কির পেনাল্টি মিস। ৫৭ মিনিটে সুযোগ হাতছাড়া হয় পোল্যান্ডের। ৫৪ মিনিটে হেক্টর মোরেনো লাভডোফস্কির শার্ট টেনে ধরেন। তাতেই কাল হয়ে দাঁড়ায় মেক্সিকোর। ভিডিও অ্যসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভার) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু বিশ্বের তারকা স্ট্রাইকার লেভানডোফস্কি মিস করে বসেন। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুকে দেন মেক্সিকান গোলরক্ষক।

পোল্যান্ড শুরুতে ঝলক দেখালেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোর ধার বাড়তে থাকে। তবে গোলের দেখা পায়নি কেউই। ৬টি শট নিয়েছিল মেক্সিকো। ১টিও লক্ষ্যভেদ হয়নি। অন্যদিকে পোল্যান্ড মাত্র ১টি শট। ম্যাচের ৬৩ শতাংশ বল ছিল মেক্সিকানদের পায়ে।

১২ মিনিটে হেডে বল বাইরে পাঠালেন চ্যাভেজ। প্রথম কর্নার ছিল মেক্সিকোর। মোটামোটি ফাঁকা জায়গায় বল পেয়ে হেড দিতে গিয়ে বাইরে পাঠিয়ে দেন। সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর।

৫ মিনিটে মাঝমাঠ থেকে ক্রস পেয়ে ডান দিকে একাই ডি বক্সের দিকে ছুটলেন লেভানডোফস্কি। ডি বক্সে একা পেয়েও বল নিজের দখলে রাখতে পারেননি। মেক্সিকান ডিফেন্ডার বল ক্লিয়ার করে বাইরে পাঠালে পোল্যান্ড কর্নার পায়। এখানেও ব্যর্থ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ