বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও পোল্যান্ড। স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচটি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।
অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে পোল্যান্ড। এর আগে দুইবার সেমিফাইনাল খেলা এই দলটির বড় তারকা রবার্ত লেভানডোফস্কি। রাশিয়া বিশ্বকাপে তিনি ২৭০ মিনিট খেলেও কোনো গোল পাননি। এবারের বিশ্বকাপে তিনি প্রথম গোলের দেখা পাওয়ার অপেক্ষায় আছেন।
পোল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ৯টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪টিতে। গোল ও অ্যাসিস্ট তার সতীর্থদের চেয়ে দ্বিগুণ। ক্লাব ফুটবলেও তার পারফরম্যান্স বেশ উজ্জ্বল। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো করতে মুখিয়ে আছেন তিনি।
‘অবশ্যই গেল বিশ্বকাপ আমাকে ভাবাচ্ছে। অবশ্যই বিশ্বকাপে গোল করতে পারাটা আমাদের জন্য বিরাট এক স্বপ্ন। পাশাপাশি দলের স্বপ্ন পূরণে আমি সবকিছু করতে প্রস্তুত। আশা করছি এই বিশ্বকাপে আমার স্বপ্ন পূরণ হবে। আমি যা কিছু অর্জন করেছি এবং বিশ্বকাপে আমার যেসব স্মৃতি রয়েছে সেটার জন্য খুবই খুশি। সুতরাং এখন উপভোগ করার সময়।’
মেক্সিকো এর আগে ১১ বার বিশ্বকাপ খেলেছে। এবার টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে এসেছে তারা। আগের সাত আসরেই তারা শেষ ষোলো খেলেছে। সুতরাং পোল্যান্ডের জন্য আজ এক প্রকার কঠিন পরীক্ষার নাম মেক্সিকো। আগের সাত বিশ্বকাপের ছয়টিতেই মেক্সিকো প্রথম ম্যাচে জয় পেয়েছিল। আজও নিঃসন্দেহে পোল্যান্ডের বিপক্ষে জিততে চাইবে তারা।
তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্বকাপ শুরুর আগে তারা একটি প্রীতি ম্যাচ খেলেছিল সুইডেনের বিপক্ষে। হেরেছে ২-১ গোলে। যা ছিল সবশেষ পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হার। অন্যদিকে পোল্যান্ড কোনো গোল হজম না করেও জয়ের ধারায় আছে। আজ তারা মেক্সিকোর বিপক্ষে কেমন কি করে দেখার বিষয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ