টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর কাতারে বিশ্বকাপের ২২তম আসরে সৌদির কাছে হেরেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের মধ্য দিয়ে শুরুতেই হোঁচট খেল মেসিদের বিশ্বকাপ জয়ের মিশন ।
আর্জেন্টিনার এই পরাজয়ে বিষাদের ছায়া পড়েছে মেসিপত্নী আন্তোনেল্লা রোকুজ্জোর মনেও। দলকে সমর্থন জানাতে সন্তানদের নিয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা দেখছিলেন তিনি।
আর্জেন্টিনার এই পরাজয়ে মর্মাহত হয়েছেন মেসিপত্নী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, তিনি ও তার সন্তানরা স্তব্ধ হয়ে বসে আছেন স্টেডিয়ামে। ম্যাচের সময় ও পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করেছেন রোকুজ্জো। মেসির স্ত্রী সর্বশেষ যে পোস্ট করেছেন, তাতে মেসির মলিন মুখের কিছু ছবি দিয়েছেন। ক্যাপশনে দিয়েছেন হৃদয়ভাঙার ইমোজি।
তবে আরেকটি পোস্টে রোকুজ্জো লিখেছেন, ‘আমরা তোমার সঙ্গেই আছি।’
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ