ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন সৌদির গোলকিপার

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ২০:৪০ | আপডেট: ২২ নভেম্বর ২০২২, ২০:৪৫
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি আরবের গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস। খেলা শুরুর ১০ মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। এরপর ৩টি গোল হলেও অফসাইডের কবলে পড়ে তা বাতিল হয়। বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল খাওয়ার পর গতি আর ছন্দময় ফুটবল খেলতে দেখা যায় লিওনেল মেসিদের। ৭১তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে যান ডি মারিয়া। তার শট অসাধারণভাবে প্রতিহত করেন আল ওয়াইস। ৮৩তম মিনিটে মেসির হেডও রুখে দেন তিনি। ৯০ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে আল ওয়াইস সামনে চলে যান। এ সময় বল জালে চলে যাচ্ছিল, কিন্তু অসাধারণ হেডে তা আটকে দেন সৌদির এক ডিফেন্ডার।

প্রথম গোল খাওয়ার পর থেকেই এমন দুর্ধর্ষ ডিফেন্স দেখিয়েছে সৌদি আরব। ম্যাচের যোগ করা সময়েও বেশ কয়েকবার গোলের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। কিন্তু সৌদি আরবের গোলকিপার আল ওয়াইস মেসিদের প্রতিটি আক্রমণই প্রতিহত করেন। কোনোভাবেই তাকে পরাস্ত করতে পারেনি আর্জেন্টিনার আক্রমণভাগ। ২-১ গোলের পরাজয়ে শেষ হয় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। নায়কের বেশেই মাঠ ছাড়েন আল ওয়াইস।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে একাধিকবার আক্রমণে এলেও গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি গোলকিপার মোহাম্মদ আল ওয়াইস। তাই ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন এই গোলকিপার।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ