ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ডেনমার্ক বনাম তিউনিশিয়ার সম্ভাব্য লাইনআপ

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ১৮:৫৯ | আপডেট: ২২ নভেম্বর ২০২২, ১৯:০৪

অফসাইডের ফাঁদে আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির দুরন্ত সূচনা হলো মরুর দেশ কাতারে শুরু হওয়া বিশ্বকাপের তৃতীয় দিনে। দিনের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় মাঠে নামছে ডেনমার্ক।

সাম্প্রতিক সময়ে বেশ জাদুকরী ফর্মেই আছে ডেনমার্ক। ইউরোপিয়ান নেশন্স লিগের কিছু দিন আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে টানা দুই বার। বাছাই পর্বেও দুর্দান্ত খেলেছে দলটি। এবার সে ঝলক বিশ্ব মঞ্চে দেখানোর অপেক্ষায় রয়েছে তারা। তিউনিসিয়াও ছেড়ে কথা বলবে না। যদিও ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে বরাবরই খেই হারিয়েছে দলটি। তারপরও একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে চলুন জেনে নেয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-

সম্ভাব্য লাইনআপ

ডেনমার্ক একাদশ: (৪-২-৩-১) স্মাইকেল, ওয়াস, কেয়ার, ক্রিস্টেনসেন, মাহেলে, হজবার্গ, ডেলানি, এরিকসেন, লিন্ডস্টর্ম, ডলবার্গ।

তিউনিসিয়া একাদশ: (৪-৩-৩) দাহমেন, ড্রেগার, ইফা, তালবি, আবদি, স্লিমানে, স্খিরি, মেজব্রি, জাজিরি, স্লিতি, মসকনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ