কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন লিওনেল মেসি। এরপর প্রতিপক্ষের জালে আরও তিনবার বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত এক গোলের লিডে বিরতিতে যায় আলবিসেলেস্তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে সৌদি আরব। দারুণ দক্ষতায় ৪৯ মিনিটে গোলটি করেন আল শেহরি। চার মিনিট পর গোল সৌদি আরবকে ২-১ গোলে এগিয়ে নেন আল-দাওসারী।
প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে আর্জেন্টিনা:
সৌদি আরব ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ৪৫ মিনিটের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন লিওনেল মেসি। অবশ্য এরপর মেসি ও মার্টিনেজ আরও তিনবার জালে বল জড়িয়েছিলেন। কিন্তু তিনবারই অফসাইড ধরা পড়ে এবং গোলগুলো বাতিল হয়। তা না হলে প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারতো আলবিসিলেস্তারা।আরও তিন গোল বাতিল:
পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করার পর আরও তিনবার বল জালে জড়ায় তিনি। কিন্তু অফসাইডের কারণে তিনটিই বাতিল হয়। প্রথমে ২২ মিনিটে লিওনেল মেসি অফসাইড হন। এরপর ২৭ মিনিটে লাওতারো মার্টিনেজ জালের নাগাল পেলেও ভিআরএ চেকে সেটি বাতিল হয় অফসাইডের কারণে। এরপর ২৭ মিনিটে আরও একবার মার্টিনেজ বল জালে জড়ান। কিন্তু সেটিও অফসাইডের কারণে বাতিল হয়।অফসাইডে মেসির গোল বাতিল:
২২ মিনিটে আরও একবার জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা: ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে মেসির গোলে এগিয়ে যায় আলবিসিলেস্তারা।
মেসির নেওয়া শট রুখে দিলেন গোলরক্ষক: প্রথম মিনিটেই সুযোগ তৈরি করেন লিওনেল মেসি। তার নেওয়া শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, নাহুয়েল মোলিনা, লিওনেল মেসি, লিয়েন্দ্রো পেরেদেস, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, আলেসান্দ্রো গোমেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
সৌদি আরবের একাদশ: মোহাম্মদ আল-ওয়াইস, আলী আল-বুলাইহি, হাসান আলতাম্বক্তি, ইয়াসির আল-শাহরানী, সৌদ আব্দুল হামিদ, আব্দুলাহ আল-মালকি, মোহাম্মদ কান্নো, সালেম আল-দাওসারী, সালেহ আল-শেহরি, ফেরাস আল-ব্রিকান ও সালমান আল-ফারাজ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ