লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। সেই স্বপ্নের শুরুটা হতে যাচ্ছে প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা।
অতীত পরিসংখ্যান বিবেচনায় নিলে মোটেও সমীহ জাগানিয়া দল নয় সৌদি আরব। দুই দলের ৪ বারের লড়াইয়েও আর্জেন্টিনার জয় দুটিতে, বাকি দুটি ড্র।
এক নজরে আর্জেন্টিনা দল : এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ