বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে বিপদ কতটা তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিলো মেসিদের।
চার বছর আগের সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :
আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সম্ভাব্য একাদশ : (৪-২-৩-১) আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ