গোটা বিশ্ব ফুটবল প্রেমে মাতোয়ারা এখন। সারা বিশ্বের মতো কাতার বিশ্বকাপের ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশের ফুটবল ভক্তরা মূলত আর্জেন্টিনা-ব্রাজিলে বিভক্ত। তবে অন্যান্য দলের সাপোর্টার যে একেবারেই নেই -তা নয়। কিন্তু সমর্থকদের বড় অংশ এই দুই শিবিরে বিভক্ত হয়েই প্রিয় দলের সমর্থনে নানা আয়োজনে মেতে ওঠেন। আর আজ মাঠে নামছেন আর্জেন্টাইন সেনসেশন মেসি। তাই বলা যায়, আর্জেন্টিনার ভক্তদের বিশ্বকাপ মূলত আজ থেকেই শুরু। অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়াব্যক্তিত্বরাও ডুবে আছেন ফুটবলে। পছন্দের দলের প্রতি সমর্থন উজাড় করে দিচ্ছেন তারা। ক্রিকেট মাঠে বল হাতে আগুন ঝরালেও, বিশ্বকাপের এই উন্মাতাল ঝড়ে অন্য সবার মতো নিজেকে সামিল করেছেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার জাহানারা আলমও।
তিনি বলেন, খুব ছোটবেলা থেকেই মেসির খেলা দেখতাম। মেসির পায়ের জাদুতে মাতোয়ারা গোটা বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমী। আমিও মেসির পায়ের জাদুতে মোহিত। সেই ছোটেবলায় মেসিকে দেখা। তারপর থেকেই আমি মেসির ভক্ত।
সাধারাণত ক্রিকেট মাঠে বল হাতে আগুন ঝরান জাহানারা। তার কাজল পরা চোখ নিয়ে বিস্তর চর্চা হয় সোশ্যাল মাধ্যমে। একসময়ে তিনিও ফুটবল খেলেছেন। বাংলাদেশের ঘরোয়া লিগে মিডফিল্ডার হিসেবে খেলেছেন। তবে, ওই একবারই। তারপর আর ফুটবল মাঠে নামেননি তিনি। বেছে নিয়েছেন ক্রিকেট। ফুটবল রয়ে গিয়েছে হৃদয়ে। জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার সময়ে ২৬ নম্বর জার্সি পরেন জাহানারা। এক শুভানুধ্যায়ী তাকে ২৬ নম্বর লেখা নীল-সাদা জার্সি উপহার দিয়েছেন। সেই জার্সি পরেই জাহানারা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গোটা আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মতোই তিনি বলছেন, ভামোস মেসি, ভামোস আর্জেন্টিনা।
মেসি আর রোনাল্ডোকে নিয়ে নিরন্তর তুলনা। দুই মহানায়ককে নিয়ে স্বপ্ন দেখেন কতজন, তার ইয়ত্তা নেই। রোনাল্ডোকে ছেড়ে মেসি-ভক্ত কেন জাহানারা?
জানালেন, রোনাল্ডোও দুর্দান্ত খেলোয়াড়। সুদর্শন। হ্যান্ডসাম। কিন্তু মেসি সবার থেকে আলাদা। ও আমার ক্রাশ। প্রথম দর্শনেই যাকে দেখে মুগ্ধ হওয়া যায়, প্রেমে পড়া যায়, সেই তো ক্রাশ।
শুধু জাহানারা নন, এরকম অসংখ্য মানুষের হৃদয়ের রাজা লিওনেল মেসি। তিনি ধরাছোয়ার বাইরের এক পৃথিবীর মানুষ। কিন্তু তবুও আর্জেন্টাইন এই তারকার প্রতি এক অমোঘ আকর্ষণ কাজ করে। সেই আকর্ষণের টানেই কোটি কোটি মানুষ তার ভক্ত। তার হাসি-কান্নার সঙ্গে একাত্ম হয়ে যায় বিশ্বের লাখো কোটি ফুটবল ভক্ত।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ