সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলছে আর্জেন্টিনা। তবে এবারের আর্জেন্টিনা দল শুধু মেসি নির্ভর নয়। দলে আরও একাধিক ফুটবলার রয়েছে যারা এই বিশ্বকাপে তারকা হয়ে উঠতে পারে।
লাউতারো মার্টিনেজ : পজেটিভ স্ট্রাইকারের অভাবে বরাবর ভুগেছে আর্জেন্টিনা। আগুয়ারো, হিগুয়েনরা আগে থাকলেও সেভাবে দলকে সাফল্য এনে দিতে পারেননি। কিন্তু এবারের আর্জেন্টিনা দলে লাউতারো মার্টিনেজ বড় ভরসা। বক্সের ভিতরে গোলটা খুব ভালো চেনে এই তরুণ স্ট্রাইকার। ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়েও ভালো পারফর্ম করছেন তিনি। ফলে বিশ্বকাপে এবার আর্জেন্টিনা দলের তারকা হয়ে ওঠার দাবিদার লাউতারো মার্টিনেজ।
এমিলিয়ানো মার্টিনেজ : গত বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান সমস্যা ছিল ভালো গোলকিপারের অভাব। রোমেরোর না থাকাটা হাড়ে হাড়ে টের পেয়েছিল মেসির দল। তবে এবার তেকাঠির নীচে দলকে ভরসা দিচ্ছেন দীর্ঘকায় ও বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গত কোপাতেও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। বিশ্ব মঞ্চে এবার নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
নিকোলাস ওটামেন্ডি : আর্জেন্টিনার রক্ষণে অন্যতম বড় ভরসা নিকোলাস ওটামেন্ডি। দলের সবথেকে অভিজ্ঞ ডিফেন্ডার তিনি। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে রক্ষণে দলকে নেতৃত্ব দেবেন ওটামেন্ডি।
রদ্রিগো ডি পল : এবারের আর্জেন্টিনা দলে তারকা হয়ে উঠতে পারেন রদ্রিগো ডি পল। মাঝমাঠের কুশলী ফুটবলার তিনি। বল ধরে খেলা থেকে ডিফেন্স চেরা পাস বাড়ানোয় সিদ্ধ হস্তক তিনি। লা লিগায় অ্যাটলেটিকো দি মাদ্রিদের হয়েও ভালো পারফর্ম করেছেন তিনি। এবার বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য রদ্রিগো ডি পলের।
লিয়ান্দ্রো পারেদেস : নীল-সাজা ব্রিগেডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। অনেকেই তার খেলাকে আর্জেন্টিনার প্রাক্তন তারকা জাভিয়ের মাসচেরানোর সঙ্গে তুলনা করেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন মাসচেরানো। এবার একই ভূমিকা পালন করতে প্রস্তুত লিয়ান্দ্রো পারেদেস।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ