ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ওয়েলসের জালে বল জড়ালো যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২২, ০১:৪৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৫:০০

ওয়েলস জালে বল ঝড়ালো যুক্তরাষ্ট্র। ৩৬ মিনিটের মাথায় টিমোথি উইয়াহ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হবে দল দুটি। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই বারের দেখায় একটি ম্যাচে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচটি ছিল ড্র।

যুক্তরাষ্ট্র একাদশ: ফরমেশন (৪-৩-৩)

ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জোস সার্জেন্ট, টিমোথি উইয়াহ

ওয়েলস একাদশ: ফরমেশন (৫-৩-২)

ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, ড্যানিয়েল জেমস, গ্যারেথ বেল, হ্যারি উইলসন

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ