মধ্যপ্রাচের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে দীর্ঘ ৬৪ বছর সুযোগ পেয়েছে ওয়েলস। আর এবারের বিশ্বকাপে নিজেদের ১১তম বারের মতো অংশ নিচ্ছে উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২২ নভেম্বর) দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি।
বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হবে দল দুটি। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই বারের দেখায় একটি ম্যাচে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচটি ছিল ড্র।
যুক্তরাষ্ট্র একাদশ: ফরমেশন (৪-৩-৩)
ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জোস সার্জেন্ট, টিমোথি উইয়াহ
ওয়েলস একাদশ: ফরমেশন (৫-৩-২)
ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, ড্যানিয়েল জেমস, গ্যারেথ বেল, হ্যারি উইলসন
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ