অবশেষের গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় কোডি গাকপোর শর্টে প্রথমবারের মত গোলের দেখা পায় ফুটবল ঐতিহ্যে সমৃদ্ধ ইউরোপের দেশটি।
এরআগে গোলশূন্যই শেষ হয় সেনেগাল-নেদারল্যান্ডস প্রথমার্ধ। দুই দলই সমানে সমানে লড়াই করলেও শেষ পর্যন্ত প্রথমার্ধে দেখা মেলেনি গোলের।
শক্তিতে যদিও নেদারল্যান্ডস বেশ এগিয়ে। ফুটবল ঐতিহ্যে সমৃদ্ধ ইউরোপের দেশটি। বিশ্বকাপের ফেবারিট বলা হচ্ছে। অন্যদিকে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা সেনেগাল যে ছেড়ে কথা বলবে না সেটা ম্যাচের প্রথমার্ধে তারা দেখিয়ে দিয়েছে।
ডাচদের সমান বলের পজিশন পায়ে রেখেছে। আক্রমণ তুলেছে চারটি। গোল দেওয়ার যেমন সুযোগ তৈরি করেছে, আবার গোল খাওয়ারও শঙ্কায় পড়েছে। দ্বিতীয়ার্ধে ওই গতি ও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারলে ডাচদের বিপদে ফেলে দিতে পারে সেনেগাল।
এর আগে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায়কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচেআফ্রিকান লায়ন সেনেগালের মুখোমুখি হয় উরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস। কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রথম সেনেগাল-নেদারল্যান্ডস মুখোমুখি। প্রথম সেনেগাল ও নেদারল্যান্ডস একসঙ্গে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেনেগাল এর আগে যে দুটি বিশ্বকাপে খেলেছিল, সেই দুইবার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ডাচরা।
তবে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সেনেগাল। দলের সেরা তারকা সাদিও মানে গেছেন ছিটকে। দলের শেষ ১৪ গোলের নয়টিই এসেছিল তার কাছ থেকে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ